আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ২৭
রাসূলুল্লাহ (ﷺ)-এর কেশ মুবারক
২৭।মুহম্মাদ ইবন বাশ্শার (রাহঃ)... কাতাদা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (ﷺ) “এর কেশ মুবারক কেমন ছিল সে সম্পর্কে আমি আনাস (রাযিঃ)-এর নিকট জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, তিনি অত্যধিক কোঁকড়ানো কিংবা একেবারে সটান কেশ বিশিষ্ট ছিলেন না। তাঁর কেশ মুবারক তাঁর উভয় কানের লতি পর্যন্ত শোভা পেত।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ : حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرِ بْنِ حَازِمٍ قَالَ : حَدَّثَنِي أَبِي ، عَنْ قَتَادَةَ قَالَ : قُلْتُ لِأَنَسٍ : كَيْفَ كَانَ شَعْرُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ؟ قَالَ : لَمْ يَكُنْ بِالْجَعْدِ وَلاَ بِالسَّبْطِ ، كَانَ يَبْلُغُ شَعْرُهُ شَحْمَةَ أُذُنَيْهِ.
