আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ২৫
রাসূলুল্লাহ (ﷺ)-এর কেশ মুবারক
২৫।হান্নাদ ইবনুস সাররী (রাহঃ)... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন আমি এবং রাসূলূল্লাহ একত্রে একই পাত্রস্থ পানি দিয়ে গোসল করতাম। আর তাঁর কেশ মুবারক কুমার উর্ধ্বে এবং অফরাহ-এর নীচে ছিল (অর্থাৎ কানের লতি পর্যন্ত পৌঁছত না)।
حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ قَالَ : أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الزِّنَادِ ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ ، عَنْ أَبِيهِ ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ : كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ ، وَكَانَ لَهُ شَعْرٌ فَوْقَ الْجُمَّةِ وَدُونَ الْوَفْرَةِ.
