আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১৮- বিবিধ প্রসঙ্গ।

হাদীস নং: ১০০৯
সূর্য পশ্চিমাকাশে ঢলে পড়া
১০০৯। ইরনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলতেন, “দুলুকিশ শামস” অর্থ সূর্য পশ্চিম গগনে ঝুঁকে পড়া এবং “গাসাকিল লাইল” অর্থ রাত ও তার অন্ধকার একত্র হওয়া, ঘণিভূত হওয়া ।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, এটা ইবনে আব্বাস (রাযিঃ) ও ইবনে উমার (রাযিঃ)-র ব্যক্তিগত অভিমত। আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) বলেন, “দুলুকিশ শামস’ অর্থ সূর্য অস্ত যাওয়া। তবে দু'টি ব্যাখ্যাই সুন্দর।
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ الْحُصَيْنِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: " كَانَ يَقُولُ: دُلُوكُ الشَّمْسِ: مَيْلُهَا، وَغَسَقُ اللَّيْلِ: اجْتِمَاعُ اللَّيْلِ وَظُلْمَتُهُ
قَالَ مُحَمَّدٌ: هَذَا قَوْلُ ابْنِ عُمَرَ، وَابْنِ عَبَّاسٍ، وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ: دُلُوكُهَا غُرُوبُهَا، وَكُلٌّ حَسَنٌ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ১০০৯ | মুসলিম বাংলা