আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১৮- বিবিধ প্রসঙ্গ।
হাদীস নং: ৯৭০
বিভিন্ন কাজের বর্ণনা।
৯৭০। আবু মুহায়রীয (রাহঃ) বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ -এর কতিপয় সাহাবীকে বলতে শুনেছি, কিয়ামতের আলামতসমূহের মধ্যে একটি আলামত এই যে, কোন ব্যক্তি অপর কোন ব্যক্তিকে কারো ঘরের মধ্যে প্রবেশ করতে দেখবে। সে যে দুষ্কর্ম করার জন্য ঘরে প্রবেশ করছে তাতে তার কোন সন্দেহ থাকবে না। দর্শনকারীও প্রবেশকারীর মাঝে কেবল দেয়ালের প্রতিবন্ধক থাকবে।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مَعْمَرٍ، عَنْ أَبِي مُحَيْرِيزٍ، قَالَ: أَدْرَكْتُ نَاسًا مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُونَ: «مِنْ أَشْرَاطِ السَّاعَةِ الْمَعْلُومَةِ الْمَعْرُوفَةِ، أَنْ تَرَى الرَّجُلَ يَدْخُلُ الْبَيْتَ لا يَشُكُّ مَنْ رَآهُ أَنْ يَدْخُلَهُ لِسُوءٍ، غَيْرَ أَنَّ الْجُدُرَ تُوَارِيهِ»
