আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১৮- বিবিধ প্রসঙ্গ।
হাদীস নং: ৯৬৬
বিভিন্ন কাজের বর্ণনা।
৯৬৬। ইবনে উমার (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ “এমন একটি গাছ আছে যার পাতা ঝড়ে না। তা মুসলিম ব্যক্তির অনুরূপ। বলো, সেই গাছ কোনটি?” আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) বলেন, লোকেরা বন-জঙ্গলের গাছের কথা চিন্তা করতে লাগলো। আমার মনে ধারণা জাগলো যে, তা খেজুর গাছ। কিন্তু তা প্রকাশ করতে আমি সংকোচ বোধ করলাম। লোকেরা বললো, হে আল্লাহর রাসূল! আমাদের বলে দিন, সেটি কি গাছ? তিনি বলেনঃ 'খেজুর গাছ।' আব্দুল্লাহ (রাযিঃ) বলেন, পরে আমি উমার ইবনুল খাত্তাব (রাযিঃ)-র কাছে আমার মনের কথাটি খুলে বললাম। উমার (রাযিঃ) বলেন, আল্লাহর শপথ! তুমি যদি তা বলে দিতে তবে তা আমার কাছে এতো এতো পরিমাণ (অঢেল) সম্পদ থাকার চেয়েও আনন্দের বিষয় হতো।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ مِنَ الشَّجَرِ شَجَرَةً لا يَسْقُطُ وَرَقُهَا، وَإِنَّهَا مَثَلُ الْمُسْلِمِ فَحَدِّثُونِي مَا هِيَ» ؟ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: فَوَقَعَ النَّاسُ فِي شَجَرِ الْبَوَادِي، فَوَقَعَ فِي نَفْسِي أَنَّهَا النَّخْلَةُ، قَالَ: فَاسْتَحْيَيْتُ، فَقَالُوا: حَدِّثْنَا يَا رَسُولَ اللَّهِ، مَا هِيَ؟ قَالَ: «النَّخْلَةُ» ، قَالَ عَبْدُ اللَّهِ: فَحَدَّثْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ بِالَّذِي وَقَعَ فِي نَفْسِي مِنْ ذَلِكَ، فَقَالَ عُمَرُ: وَاللَّهِ لأَنْ تَكُونَ قُلْتَهَا أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ يَكُونَ لِي كَذَا وَكَذَا
