আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১৮- বিবিধ প্রসঙ্গ।

হাদীস নং: ৯৬১
বিভিন্ন কাজের বর্ণনা।
৯৬১ । সাফওয়ান ইবনে সুলাইম (রাহঃ) থেকে মারফূ সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ বিধবা ও মিসকীনদের সেবাকারী আল্লাহর পথের সৈনিক অথবা দিনে রোযা পালনকারী ও রাতে নফল নামায আদায়কারীর সমান (মর্যাদার অধিকারী)।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا صَفْوَانُ بْنُ سُلَيْمٍ، يَرْفَعُهُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: «السَّاعِي عَلَى الأَرْمَلَةِ وَالْمِسْكِينِ، كَالَّذِي يُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ، أَوْ كَالَّذِي يَصُومُ النَّهَارَ وَيَقُومُ اللَّيْلَ» ،
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৯৬১ | মুসলিম বাংলা