আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১৮- বিবিধ প্রসঙ্গ।
হাদীস নং: ৯৫৯
- বিবিধ প্রসঙ্গ।
বিভিন্ন কাজের বর্ণনা।
৯৫৯। জাবের ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ বলেনঃ (রাতের বেলা) ঘরের দরজা বন্ধ করে দাও, পানির কলসের মুখ বেঁধে দাও, পাত্রের মুখ ঢেকে দাও অথবা বলেছেন, কাপড় বেঁধে দাও এবং বাতি নিভিয়ে দাও। কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না এবং মুখ বাঁধা কলস ও ঢাকা পাত্রও খুলতে পারে না। ইঁদুর লোকদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়।
الابواب الجامعة
بَابُ: النَّوَادِرِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا أَبُو الزُّبَيْرِ الْمَكِّيُّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «أَغْلِقُوا الْبَابَ، وَأَوْكُوا السِّقَاءَ، وَأَكْفِئُوا الإِنَاءَ، أَوْ خَمِّرُوا الإِنَاءَ، وَأَطْفِئُوا الْمِصْبَاحَ، فَإِنَّ الشَّيْطَانَ لا يَفْتَحُ غَلَقًا، وَلا يَحُلُّ وِكَاءً، وَلا يَكْشِفُ إِنَاءً، وَإِنَّ الْفُوَيْسِقَةَ تُضْرِمُ عَلَى النَّاسِ بَيْتَهُمْ»