আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১৮- বিবিধ প্রসঙ্গ।
হাদীস নং: ৯৪২
একের লজ্জাস্থানের প্রতি অপরের তাকানো নিষেধ।
৯৪২। ইয়াহ্ইয়া ইবনে সাঈদ (রাহঃ) বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আমের (রাহঃ)-কে বলতে শুনেছি, একদা আমি এবং আমার পিতার তত্ত্বাবধানাধীন এক ইয়াতীম একত্রে গোসল করছিলাম। আমরা পরস্পরের শরীরে পানি ঢেলে দিচ্ছিলাম। আমার পিতা আমের (রাহঃ) আমাদের নিকট দিয়ে যাচ্ছিলেন এবং তখন আমরা গোসলরত ছিলাম। তিনি বলেন, তোমরা পরস্পরের লজ্জাস্থান দেখছো। আল্লাহর শপথ! আমি তোমাদের উভয়কে আমাদের চেয়ে উত্তম মনে করতাম। আমি বলতাম, এরা এমন একটি দল যারা ইসলামে জন্মগ্রহণ করেছে, জাহিলী যুগে জন্মগ্রহণ করেনি (যে, ইসলামের শিষ্টাচার সম্পর্কে অনবহিত থাকতে পারে)। আল্লাহর শপথ! এখন তো আমি তোমাদের অযোগ্য উত্তরসুরি মনে করবো।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, এক মুসলিম ব্যক্তির জন্য তার অপর মুসলিম ভাইয়ের সতরের দিকে তাকানো জায়েয নয়, কিন্তু চিকিৎসা ইত্যাদি প্রয়োজনে তাকানো যেতে পারে।**
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, এক মুসলিম ব্যক্তির জন্য তার অপর মুসলিম ভাইয়ের সতরের দিকে তাকানো জায়েয নয়, কিন্তু চিকিৎসা ইত্যাদি প্রয়োজনে তাকানো যেতে পারে।**
بَابُ: الرَّجُلِ يَنْظُرُ إِلَى عَوْرَةِ الرَّجُلِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَامِرٍ، يَقُولُ: بَيْنَا أَنَا أَغْتَسِلُ وَيَتِيمٌ كَانَ فِي حَجْرِ أَبِي، يَصُبُّ أَحَدُنَا عَلَى صَاحِبِهِ، إِذْ طَلَعَ عَلَيْنَا عَامِرٌ وَنَحْنُ كَذَلِكَ، فَقَالَ: يَنْظُرُ بَعْضُكُمْ إِلَى عَوْرَةِ بَعْضٍ؟ وَاللَّهِ إِنِّي كُنْتُ لأَحْسَبُكُمْ خَيْرًا مِنَّا قُلْتُ: قَوْمٌ وُلِدُوا فِي الإِسْلامِ لَمْ يُولَدُوا فِي شَيْءٍ مِنَ الْجَاهِلِيَّةِ، وَاللَّهِ لَأَظُنُّكُمُ الْخَلْفَ.
قَالَ مُحَمَّدٌ لا يَنْبَغِي لِلرَّجُلِ أَنْ يَنْظُرَ إِلَى عَوْرَةِ أَخِيهِ الْمُسْلِمِ إِلا مِنْ ضَرُورَةٍ لِمُدَاوَاةٍ، وَنَحْوِهِ
قَالَ مُحَمَّدٌ لا يَنْبَغِي لِلرَّجُلِ أَنْ يَنْظُرَ إِلَى عَوْرَةِ أَخِيهِ الْمُسْلِمِ إِلا مِنْ ضَرُورَةٍ لِمُدَاوَاةٍ، وَنَحْوِهِ
