আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১৮- বিবিধ প্রসঙ্গ।
হাদীস নং: ৯৩৮
জ্ঞানের কথা লিখে রাখা।
৯৩৮ ইয়াহ্ইয়া ইবনে সাঈদ (রাহঃ) থেকে বর্ণিত। উমার ইবনে আব্দুল আযীয (রাহঃ) আবু বা ইবনে আমর ইবনে হাযমকে লিখে পাঠানঃ দেখো, যেখানে রাসূলুল্লাহ ﷺ হাদীস অথবা তাঁর সুন্নত অথবা উমার (রাযিঃ) এবং অপর খলীফাগণের হাদীস যা পাওয়া যায় তা আমার জন্য লিখে রাখো। কেননা আমি ইলম শেষ হয়ে যাওয়ার এবং আলেমদের দুনিয়া থেকে বিদায় নেয়ার আশঙ্কা করছি।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীস গ্রহণ করেছি। জ্ঞানের কথা লিখে রাখায় আমরা কোন দোষ মনে করি না। ইমাম আবু হানীফারও এই মত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীস গ্রহণ করেছি। জ্ঞানের কথা লিখে রাখায় আমরা কোন দোষ মনে করি না। ইমাম আবু হানীফারও এই মত।
بَابُ: اكْتِتَابِ الْعِلْمِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ، كَتَبَ إِلَى أَبِي بَكْرِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، انْظُرْ مَا كَانَ مِنْ حَدِيثِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَوْ سُنَّتِهِ، أَوْ حَدِيثِ عُمَرَ، أَوْ نَحْوِ هَذَا فَاكْتُبْهُ لِي، فَإِنِّي قَدْ خِفْتُ دُرُوسَ الْعِلْمِ، وَذَهَابَ الْعُلَمَاءِ.
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَلا نَرَى بِكَتَابَةِ الْعِلْمِ بَأْسًا، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَلا نَرَى بِكَتَابَةِ الْعِلْمِ بَأْسًا، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ
