আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১৮- বিবিধ প্রসঙ্গ।
হাদীস নং: ৯৩৪
ভালো কথা এবং দান-খয়রাতের ফযীলাত ।
৯৩৪। মুআয ইবনে আমর ইবনে সাঈদ (রাহঃ) থেকে তার দাদীর (হাওয়া বিনতে ইয়াযীদ) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ হে ঈমানদার মহিলাগণ! তোমাদের কেউ যেন নিজ প্রতিবেশীকে তুচ্ছ মনে না করে। তা ছাগলের রান্না করা একটি পায়ের ক্ষুর উপঢৌকন পাঠালেও নয়।**
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ مُعَاذِ بْنِ عَمْرِو بْنِ سَعِيدٍ، عَنْ مُعَاذٍ، عَنْ جَدَّتِهِ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَا نِسَاءَ الْمُؤْمِنَاتِ، لا تَحْقِرَنَّ إِحْدَاكُنَّ لِجَارَتِهَا وَلَوْ كُرَاعَ شَاةٍ مُحْرَقًا»
