আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১৮- বিবিধ প্রসঙ্গ।
হাদীস নং: ৯০৮
জায়েয খেলাধূলা উপভোগ করা।
৯০৮। আবুন-নাদর (রাহঃ) থেকে এমন এক ব্যক্তির সূত্রে বর্ণিত, যিনি হযরত আয়েশা (রাযিঃ)-কে বলতে শুনেছেনঃ আমি আশূরার দিন আবিসিনীয় এবং অন্যান্য লোকের খেলার শব্দ শুনতে পেলাম। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ তুমি কি তাদের খেলা দেখতে চাও? আমি বললাম, হ্যাঁ। অতএব রাসূলুল্লাহ ﷺ তাদের ডেকে আনার জন্য লোক পাঠালেন এবং তারা আসলো। রাসূলুল্লাহ ﷺ লোকদের মাঝে দাঁড়ালেন এবং বাহু প্রসারিত করে দিয়ে দুই হাতের তালু দরজার উপর রাখলেন। আমি আমার থুতনি তাঁর হাতের উপর রাখলাম। খেলোয়াড়গণ তাদের খেলা শুরু করলো এবং আমি তা দেখতে থাকলাম। রাসূলুল্লাহ ﷺ আমাকে বলতে থাকলেনঃ তোমার দেখা হয়েছে কি? কিন্তু আমি দুই অথবা তিনবার তাঁর কথার জওয়াব না দিয়ে চুপচাপ খেলা উপভোগ করতে থাকলাম। অতঃপর তিনি বলেনঃ তোমার দেখা শেষ হয়েছে? আমি বললাম, হ্যাঁ। অতএব তিনি তাদেরকে ইশারা করলে তারা চলে গেলো।
بَابُ: النَّظَرِ إِلَى اللَّعِبِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا أَبُو النَّضْرِ، أَنَّهُ أَخْبَرَهُ مَنْ سَمِعَ عَائِشَةَ، تَقُولُ: سَمِعْتُ صَوْتَ أُنَاسٍ يَلْعَبُونَ مِنَ الْحَبَشِ، وَغَيْرِهِمْ يَوْمَ عَاشُورَاءَ، قَالَتْ: فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ: " أَتُحِبِّينَ أَنْ تَرَيْ لَعِبَهُمْ؟ قَالَتْ: قُلْتُ: نَعَمْ، قَالَتْ: فَأَرْسَلَ إِلَيْهِمْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَاءُوا، وَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ النَّاسِ، فَوَضَعَ كَفَّهُ عَلَى الْبَابِ، وَمَدَّ يَدَهُ، وَوَضَعْتُ ذَقَنِي عَلَى يَدِهِ، فَجَعَلُوا يَلْعَبُونَ وَأَنَا أَنْظُرُ، قَالَتْ: فَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: حَسْبُكِ، قَالَتْ: وَأَسْكُتُ مَرَّتَيْنِ، أَوْ ثَلاثًا، ثُمَّ قَالَ لِي: حَسْبُكِ، قُلْتُ: نَعَمْ.
فَأَشَارَ إِلَيْهِمْ فَانْصَرَفُوا
فَأَشَارَ إِلَيْهِمْ فَانْصَرَفُوا
