আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১৮- বিবিধ প্রসঙ্গ।
হাদীস নং: ৯০৫
ঘরে ছবি রাখা এবং পশুর গলায় ঘণ্টা বাঁধা মাকরূহ।
৯০৫। উম্মে হাবীবা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ যে কাফেলায় ঘণ্টাধ্বনি আছে রহমাতের ফিরিশতাগণ তার সাথী হন না।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদের মতে এই নির্দেশ যুদ্ধকালীন সফরের ক্ষেত্রে প্রযোজ্য। কেননা তাতে ঘণ্টাধ্বনির সাহায্যে শত্রুবাহিনী মুসলিম বাহিনীর আগমন (ও অবস্থান) টের পেয়ে যেতে পারে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদের মতে এই নির্দেশ যুদ্ধকালীন সফরের ক্ষেত্রে প্রযোজ্য। কেননা তাতে ঘণ্টাধ্বনির সাহায্যে শত্রুবাহিনী মুসলিম বাহিনীর আগমন (ও অবস্থান) টের পেয়ে যেতে পারে।
بَابُ: التَّصَاوِيرِ وَالْجَرَسِ وَمَا يُكْرَهُ مِنْهَا
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ الْجَرَّاحِ مَوْلَى أُمِّ حَبِيبَةَ، عَنْ أُمِّ حَبِيبَةَ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْعِيرُ الَّتِي فِيهَا جَرَسٌ لا تَصْحَبُهَا الْمَلائِكَةُ» .
قَالَ مُحَمَّدٌ: وَإِنَّمَا رُوِيَ ذَلِكَ فِي الْحَرْبِ، لأَنَّهُ يُنْذَرُ بِهِ الْعَدُوُّ
قَالَ مُحَمَّدٌ: وَإِنَّمَا رُوِيَ ذَلِكَ فِي الْحَرْبِ، لأَنَّهُ يُنْذَرُ بِهِ الْعَدُوُّ
