আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১৮- বিবিধ প্রসঙ্গ।
হাদীস নং: ৮৯৬
কুকুর পোষা।
৮৯৬। আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) বলেন, যে ব্যক্তি কুকুর পোষে, তার আমল থেকে প্রতিদিন দুই কীরাত করে কাটা যায়। তবে কৃষিক্ষেত পাহারা দেয়ার কুকুর এবং শিকারী কুকুর পোষা জায়েয।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ: " مَنِ اقْتَنَى كَلْبًا، إِلا كَلْبَ مَاشِيَةٍ، أَوْ ضَارِيًا، نُقِصَ مِنْ عَمَلِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطَانِ
