আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১৮- বিবিধ প্রসঙ্গ।

হাদীস নং: ৮৮৩
- বিবিধ প্রসঙ্গ।
দাঁড়ানো অবস্থায় পানি পান করা।
৮৮৩। ইমাম মালেক (রাহঃ) বলেন, এক ব্যক্তি আমাকে অবহিত করেছেন যে, উমার ইবনুল খাত্তাব (রাযিঃ), উছমান ইবনে আফ্ফান (রাযিঃ) এবং আলী ইবনে আবু তালিব (রাযিঃ) দাঁড়ানো অবস্থায় পানি পান করতেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদেরও এই মত। দাঁড়ানো অবস্থায় পানি পান করায় কোন দোষ নেই। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের ফিকহবিদ সাধারণেরও এই মত ।**
الابواب الجامعة
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنِي مُخْبِرٌ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، وَعُثْمَانَ بْنَ عَفَّانَ، وَعَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ، رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُمْ كَانُوا يَشْرَبُونَ قِيَامًا.
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، لا نَرَى بِالشُّرْبِ قَائِمًا بَأْسًا، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান