আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১৮- বিবিধ প্রসঙ্গ।
হাদীস নং: ৮৮১
ফাল গ্রহণ করা এবং ভালো নাম রাখা।
৮৮১। ইয়াহ্ইয়া ইবনে সাঈদ (রাহঃ) থেকে বর্ণিত। নবী ﷺ তাঁর নিকটে উপস্থিত একটি উষ্ট্রী সম্পর্কে বলেনঃ উষ্ট্রীটি কে দোহন করবে? এক ব্যক্তি উঠে দাঁড়ালে তিনি জিজ্ঞেস করেনঃ তোমার নাম কি? সে তাকে জানালো, মুররা। তিনি বলেনঃ বসো। অতঃপর তিনি বলেনঃ উষ্ট্রীটি কে দোহন করতে পারে? এক ব্যক্তি উঠে দাঁড়ালো। তিনি তাকে জিজ্ঞেস করলেনঃ তোমার নাম কি? সে বললো, হারব। তিনি বলেনঃ বসো। তিনি পুনরায় বললেনঃ উষ্ট্রীটি কে দোহন করতে পারে। অপর এক ব্যক্তি উঠে দাঁড়ালো। তিনি বলেনঃ তোমার নাম কি? সে বললো, ইয়াঈশ। তিনি বলেনঃ দোহন করো।
بَابُ: مَا يُسْتَحَبُّ مِنَ الْفَأْلِ وَالِاسْمِ الْحَسَنِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِلَقْحَةٍ عِنْدَهُ: " مَنْ يَحْلِبُ هَذِهِ النَّاقَةَ؟ فَقَامَ رَجُلٌ، فَقَالَ لَهُ: مَا اسْمُكَ؟ فَقَالَ لَهُ: مُرَّةُ، قَالَ: اجْلِسْ، ثُمَّ قَالَ: مَنْ يَحْلِبُ هَذِهِ النَّاقَةَ؟ فَقَامَ رَجُلٌ فَقَالَ لَهُ: مَا اسْمُكَ؟ قَالَ: حَرْبٌ، قَالَ: اجْلِسْ، ثُمَّ قَالَ: مَنْ يَحْلِبُ هَذِهِ النَّاقَةَ؟ فَقَامَ آخَرُ، فَقَالَ: مَا اسْمُكَ؟ قَالَ: يَعِيشُ، قَالَ: احْلِبْ
