আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১৮- বিবিধ প্রসঙ্গ।
হাদীস নং: ৮৭৬
যিম্মীদের (মুসলিম রাষ্ট্রের অমুসলিম নাগরিক) মক্কা-মদীনায় প্রবেশ এবং তা নিষিদ্ধ হওয়ার বর্ণনা।
৮৭৬। উমার ইবনে আব্দুল আযীয (রাহঃ) বলেন, আমরা জানতে পেরেছি যে, নবী ﷺ বলেছেনঃ আরব উপদ্বীপে পাশাপাশি দু'টি ধর্মের অস্তিত্ব অবশিষ্ট থাকবে না।**
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, হযরত উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) রাসূলুল্লাহ ﷺ -এর এই নির্দেশ বাণীকে পূর্ণরূপে কার্যকর করেছেন। তিনি ইহুদী-খৃষ্টানদের আরব উপদ্বীপ থেকে বহিষ্কার করেছেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, হযরত উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) রাসূলুল্লাহ ﷺ -এর এই নির্দেশ বাণীকে পূর্ণরূপে কার্যকর করেছেন। তিনি ইহুদী-খৃষ্টানদের আরব উপদ্বীপ থেকে বহিষ্কার করেছেন।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ حَكِيمٍ، عَنْ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ، قَالَ: بَلَغَنِي، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لا يَبْقَيَنَّ دِينَانِ بِجَزِيرَةِ الْعَرَبِ» ، قَالَ مُحَمَّدٌ: قَدْ فَعَلَ ذَلِكَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ، فَأَخْرَجَ الْيَهُودَ، وَالنَّصَارَى مِنْ جَزِيرَةِ الْعَرَبِ
