আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১৫- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ৮৩১
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
খেজুর বাগান এবং ভূমিতে ভাগচাষ ও কৃষিকাজ।
৮৩১। হানযালা আল-আনসারী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি রাফে ইবনে খাদীজ (রাযিঃ)-র কাছে ভাগচাষে কৃষিকাজ করা সম্পর্কে জিজ্ঞেস করলেন। তিনি বলেন, তা নিষিদ্ধ করা হয়েছে। হানযালা বলেন, আমি তাকে আরও জিজ্ঞেস করলাম, সোনা-রূপার বিনিময়ে জমি চাষাবাদ করতে দেয়া কি জায়েয? রাফে (রাযিঃ) বলেন, সোনা-রূপার বিনিময়ে চাষাবাদ করতে দেয়ায় কোন দোষ নেই।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। সোনা-রূপা ও গমের বিনিময়ে জমি ভাড়া দেয়া (নির্দিষ্ট সময়সীমার জন্য নগদ বিক্রি করা) জায়েয। তবে শর্ত হচ্ছে ওজন, পরিমাপ ও শস্যের শ্রেণী বা প্রজাতি সুনির্দিষ্ট হতে হবে। আর এই শর্ত আরোপ করা যাবে না যে, জমীনে যা উৎপন্ন হবে তা থেকে এই নির্দিষ্ট পরিমাণ দিতে হবে। অতএব যদি এই শর্ত আরোপ করা হয় যে, জমীনে উৎপন্ন ফসলের এই নির্দিষ্ট পরিমাণ জমির মালিককে দিতে হবে, তবে এর মধ্যে কোন কল্যাণ নেই। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের ফিকহবিদ সাধারণের এই মত। সাঈদ ইবনে জুবায়েরের নিকট নির্দিষ্ট পরিমাণ গমের বিনিময়ে জমি ভাড়া দেয়া (নগদ বিক্রি) সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি তার অনুমতি দেন এবং বলেন, ঘর-বাড়ীর ন্যায় জমীও ভাড়া দেওয়া যেতে পারে।
كتاب البيوع في التجارات والسلم
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا رَبِيعَةُ بْنُ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ حَنْظَلَةَ الأَنْصَارِيَّ، أَخْبَرَهُ أَنَّهُ سَأَلَ رَافِعَ بْنَ خَدِيجٍ عَنْ كِرَاءِ الْمَزَارِعِ فَقَالَ: «قَدْ نُهِيَ عَنْهُ» ، قَالَ حَنْظَلَةُ: فَقُلْتُ لِرَافِعٍ: بِالذَّهَبِ، وَالْوَرِقِ؟ قَالَ رَافِعٌ: لا بَأْسَ بِكِرَائِهَا بِالذَّهَبِ وَالْوَرِقِ.
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، لا بَأْسَ بِكِرَائِهَا بِالذَّهَبِ، وَالْوَرِقِ بِالْحِنْطَةِ كَيْلا مَعْلُومًا، وَضَرْبًا مَعْلُومًا، مَا لَمْ يُشْتَرَطْ ذَلِكَ مِمَّا يَخْرُجُ مِنْهَا، فَإِنِ اشْتُرِطَ مِمَّا يَخْرُجُ مِنْهَا كَيْلا مَعْلُومًا، فَلا خَيْرَ فِيهِ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا، وَقَدْ سُئِلَ عَنْ كِرَائِهَا سَعِيدُ بْنُ جُبَيْرٍ بِالْحِنْطَةِ كَيْلا مَعْلُومًا، فَرَخَّصَ فِي ذَلِكَ، فَقَالَ: هَلْ ذَلِكَ إِلا مِثْلُ الْبَيْتِ يُكْرَى
tahqiqতাহকীক:তাহকীক চলমান