আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১৫- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ৭৯০
কোন ব্যক্তি পণ্য ক্রয় বা বিক্রয়ে ঠকে গেলে এবং মুসলমানদের জন্য মূল্য বেঁধে দেয়া।
৭৯০। আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) থেকে বর্ণিত। এক ব্যক্তি রাসূলুল্লাহ ﷺ -এর কাছে বললো যে, সে ক্রয়-বিক্রয়ে ধোঁকা খায় (ঠকে যায়)। রাসূলুল্লাহ ﷺ আপাবার তাকে বলেনঃ “তুমি যার সাথে ক্রয়-বিক্রয় করবে তাকে বলবে, যেন না ঠকানো হয়। অতঃপর সে যখনই ক্রয়-বিক্রয় করতো তখন বলতো, যেন না ঠকানো হয়।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, এই নির্দেশ বিশেষভাবে কেবল ঐ ব্যক্তির জন্যই ছিল।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, এই নির্দেশ বিশেষভাবে কেবল ঐ ব্যক্তির জন্যই ছিল।
بَابُ: الرَّجُلِ يَشْتَرِي الشَّيْءَ، أَوْ يَبِيعُهُ، فَيُغْبَنُ فِيهِ، أَوْ يُسَعِّرُ عَلَى الْمُسْلِمِينَ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَجُلا ذَكَرَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ يُخْدَعُ فِي الْبَيْعِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَنْ بَايَعْتَهُ فَقُلْ: لا خِلابَةَ ".
فَكَانَ الرَّجُلُ إِذَا بَاعَ فَقَالَ: لا خِلابَةَ.
قَالَ مُحَمَّدٌ: نُرَى أَنَّ هَذَا كَانَ لِذَلِكَ الرَّجُلِ خَاصَّةً
فَكَانَ الرَّجُلُ إِذَا بَاعَ فَقَالَ: لا خِلابَةَ.
قَالَ مُحَمَّدٌ: نُرَى أَنَّ هَذَا كَانَ لِذَلِكَ الرَّجُلِ خَاصَّةً
