আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১৫- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ৭৭০
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
শস্য ইত্যাদি হস্তগত করার পূর্বে বিক্রি করা নিষেধ।
৭৭০। ইবনে উমার (রাযিঃ) বলেন, আমরা রাসূলুল্লাহ ﷺ -এর যুগে নগদ মূল্যে খাদ্যশস্য ক্রয় করতাম। তিনি আমাদের কাছে লোক পাঠালেন এবং সে আমাদেরকে ক্রীত পণ্যদ্রব্য ক্রয়ের স্থান থেকে পুনরায় বিক্রি করার পূর্বে সরিয়ে নেয়ার নির্দেশ দিতো। ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, এর অর্থ হস্তগত করা। হস্তগত করার পূর্বে তা থেকে সামান্য পরিমাণও বিক্রি করবে না। অতএব কোন ব্যক্তির পক্ষে তা (ক্রয়কৃত জিনিস) হস্তগত করার পূর্বে বিক্রি করা জায়েয নয়।
كتاب البيوع في التجارات والسلم
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُ قَالَ: كُنَّا نَبْتَاعُ الطَّعَامَ فِي زَمَانِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، «فَبَعَثَ عَلَيْنَا مَنْ يَأْمُرُنَا بِانْتِقَالِهِ مِنَ الْمَكَانِ الَّذِي نَبْتَاعُهُ فِيهِ إِلَى مَكَانٍ سِوَاهُ قَبْلَ أَنْ نَبِيعَهُ» .
قَالَ مُحَمَّدٌ: إِنَّمَا كَانَ يُرَادُ بِهَذَا الْقَبْضُ، لِئَلَّا يَبِيعَ شَيْئًا مِنْ ذَلِكَ حَتَّى يَقْبِضَهُ، فَلا يَنْبَغِي أَنْ يَبِيعَ شَيْئًا اشْتَرَاهُ رَجُلٌ حَتَّى يَقْبِضَهُ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৭৭০ | মুসলিম বাংলা