আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১৫- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ৭৬৮
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
শস্য ইত্যাদি হস্তগত করার পূর্বে বিক্রি করা নিষেধ।
৭৬৮। নাফে (রাহঃ) থেকে বর্ণিত। হাকীম ইবনে হিযাম (রাযিঃ) উমার ইবনুল খাত্তাব (রাযিঃ)-র নির্দেশে জনগণের জন্য খাদ্যশস্য খরিদ করলেন। তিনি (হাকীম) তা হস্তগত করার পূর্বেই বিক্রি করে দিলেন। উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) একথা জানতে পেরে বিক্রয় বাতিল গণ্য করেন এবং বলেন, তুমি যে শস্য খরিদ করেছো তা হস্তগত করার পূর্বে বিক্রি করো না ।
كتاب البيوع في التجارات والسلم
بَابُ: مَا لَمْ يُقْبَضْ مِنَ الطَّعَامِ وَغَيْرِهِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، أَنَّ حَكِيمَ بْنَ حِزَامٍ، ابْتَاعَ طَعَامًا أَمَرَ بِهِ عُمَرُ بْنُ الْخَطَّابِ لِلنَّاسِ، فَبَاعَ حَكِيمٌ الطَّعَامَ قَبْلَ أَنْ يَسْتَوْفِيَهُ، فَسَمِعَ بِذَلِكَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَرَدَّ عَلَيْهِ، وَقَالَ: «لا تَبِعْ طَعَامًا ابْتَعْتَهُ حَتَّى تَسْتَوْفِيَهُ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান