আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১৪- শপথ ও মান্নতের অধ্যায়

হাদীস নং: ৭৫৬
আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে শপথ করা নিষেধ।
৭৫৬ ৷ আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ উমার ইবনুল খাত্তাব (রাযিঃ)-কে বলতে শুনলেন, 'না, আমার পিতার শপথ।' রাসূলুল্লাহ ﷺ বলেনঃ “আল্লাহ তোমাদেরকে তোমাদের বাপ-দাদার নামে শপথ করতে নিষেধ করেছেন। অতএব যে ব্যক্তি শপথ করতে চায় সে যেন আল্লাহর নামে শপথ করে, অতঃপর তা পবিত্র করে (পূর্ণ করে) অন্যথায় নীরব থাকে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীস অনুযায়ী আমল করি। পিতার নামে শপথ করা উচিৎ নয়। অতএব কোন ব্যক্তি শপথ করতে চাইলে সে আল্লাহর নামেই করবে, অতঃপর তা পূর্ণ করবে অথবা নীরব থাকবে (শপথ করা থেকে বিরত থাকবে)।
بَابُ: مَنْ حَلَفَ بِغَيْرِ اللَّهِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمِعَ عُمَرَ بْنَ الْخَطَّابِ، وَهُوَ يَقُولُ: لا وَأَبِي، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ يَنْهَاكُمْ أَنْ تَحْلِفُوا بِآبَائِكُمْ، فَمَنْ كَانَ حَالِفًا فَلْيَحْلِفْ بِاللَّهِ، ثُمَّ لِيَبْرُرْ، أَوْ لِيَصْمُتْ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، لا يَنْبَغِي لأَحَدٍ أَنْ يَحْلِفَ بِأَبِيهِ، فَمَنْ كَانَ حَالِفًا فَلْيَحْلِفْ بِاللَّهِ، ثُمَّ لِيَبْرُرْ، أَوْ لِيَصْمُتْ
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৭৫৬ | মুসলিম বাংলা