আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১৪- শপথ ও মান্নতের অধ্যায়
হাদীস নং: ৭৫৩
পাপকাজ করার শপথ করলে অথবা মানত করলে তার ফলাফল।
৭৫৩। আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী ﷺ বলেনঃ যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করার মানত করেছে সে যেন তা পূর্ণ করে। আর যে ব্যক্তি আল্লাহর নাফরমানী করার মানত করেছে, সে যেন তার বিরোধিতা করে (মানত পূর্ণ করবে না)।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই হাদীস অনুযায়ী আমল করি। কোন ব্যক্তি আল্লাহর নাফরমানীমূলক কাজ করার মানত করলে এবং তা সুনির্দিষ্ট করে না বললে, সে আল্লাহর আনুগত্যমূলক কাজ করবে এবং শপথের কাফ্ফারা আদায় করবে। ইমাম আবু হানীফারও এই মত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই হাদীস অনুযায়ী আমল করি। কোন ব্যক্তি আল্লাহর নাফরমানীমূলক কাজ করার মানত করলে এবং তা সুনির্দিষ্ট করে না বললে, সে আল্লাহর আনুগত্যমূলক কাজ করবে এবং শপথের কাফ্ফারা আদায় করবে। ইমাম আবু হানীফারও এই মত।
بَابُ: مَنْ حَلَفَ أَوْ نَذَرَ فِي مَعْصِيَةٍ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا طَلْحَةُ بْنُ عَبْدِ الْمَلِكِ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ نَذَرَ أَنْ يُطِيعَ اللَّهَ فَلْيُطِعْهُ، وَمَنْ نَذَرَ أَنْ يَعْصِيَهُ فَلا يَعْصِهِ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، مَنْ نَذَرَ نَذْرًا فِي مَعْصِيَةٍ، وَلَمْ يُسَمِّ، فَلْيُطِعِ اللَّهَ، وَلْيُكَفِّرْ عَنْ يَمِينِهِ.
وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ
وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ
