আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১৪- শপথ ও মান্নতের অধ্যায়
হাদীস নং: ৭৫১
- শপথ ও মান্নতের অধ্যায়
ইনশাআল্লাহ বলে শপথ করা।
৭৫১। আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) বলেন, যে ব্যক্তি বলে— 'আল্লাহর শপথ', অতঃপর বলে, ইনশা আল্লাহ তাআলা, অতঃপর যে কাজ করার জন্য শপথ করেছিল তা করেনি, সে শপথ ভঙ্গকারী হিসাবে গণ্য হবে না।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। কোন ব্যক্তি শপথ করার পরপর ইনশা আল্লাহ বললে, তার উপর কোন কিছু ওয়াজিব হবে না। ইমাম আবু হানীফারও এই মত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। কোন ব্যক্তি শপথ করার পরপর ইনশা আল্লাহ বললে, তার উপর কোন কিছু ওয়াজিব হবে না। ইমাম আবু হানীফারও এই মত।
كتاب الأيمان والنذر
بَابُ: الاسْتِثْنَاءِ فِي الْيَمِينِ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، قَالَ: مَنْ قَالَ وَاللَّهِ، ثُمّ قَالَ: إِنْ شَاءَ اللَّهُ، ثُمَّ لَمْ يَفْعَلِ الَّذِي عَلَيْهِ لَمْ يَحْنَثْ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، إِذَا قَالَ: إِنْ شَاءَ اللَّهُ، وَوَصَلَهَا بِيَمِينِهِ، فَلا شَيْءَ عَلَيْهِ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ