আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১৩- উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়
হাদীস নং: ৭৩১
মুসলমানগণ কাফেরদের ওয়ারিস হবে না।
৭৩১ ৷ আলী (যয়নুল আবেদীন) ইবনে হুসাইন (রাযিঃ) বলেন, আকীল ও তালিব খাজা আবু তালিবের ওয়ারিস হন, কিন্তু আলী (রাযিঃ) তার ওয়ারিস হননি।**
أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنٍ، قَالَ: «وَرِثَ أَبَا طَالِبٍ عَقِيلٌ وَطَالِبٌ، وَلَمْ يَرِثْهُ عَلِيٌّ»
