আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১২- শরীআতে যিনা ব্যভিচারের দন্ড বিধি
হাদীস নং: ৭১৮
শরাবের অবৈধতা এবং যেসব পানীয় পান করা মাকরূহ।
৭১৮। আনাস ইবনে মালেক (রাযিঃ) বলেন, আমি আবু উবায়দা ইবনুল জাররাহ (রাযিঃ), আবু তালহা আনসারী (রাযিঃ) ও উবাই ইবনে কাব (রাযিঃ)-কে শুকনা ও ভিজা খেজুরের শরাব পরিবেশন করছিলাম। এমন সময় তাদের কাছে এক আগন্তুক এসে বললো, শরাব হারাম ঘোষিত হয়েছে। আবু তালহা (রাযিঃ) বলেন, হে আনাস! উঠো, এই মশকগুলোর কাছে গিয়ে তা ভেঙ্গে ফেলো। অতএব আমি উঠে গিয়ে আমাদের একটি মুগড় তুলে নিয়ে তার আঘাতে সেগুলো ভেঙ্গে ফেলি।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদের মতে শরাব নিংড়ানো হারাম। ভিজা অথবা শুষ্ক খেজুর ও আঙ্গুরের নিংড়ানো শরাব হারাম। ইমাম আবু হানীফারও এই মত । তবে তাতে কড়া মাদকতা এসে গেলেই তা হারাম হয়।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদের মতে শরাব নিংড়ানো হারাম। ভিজা অথবা শুষ্ক খেজুর ও আঙ্গুরের নিংড়ানো শরাব হারাম। ইমাম আবু হানীফারও এই মত । তবে তাতে কড়া মাদকতা এসে গেলেই তা হারাম হয়।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ الأَنْصَارِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ قَالَ: " كُنْتُ أَسْقِي أَبَا عُبَيْدَةَ بْنَ الْجَرَّاحِ، وَأَبا طَلْحَةَ الأَنْصَارِيَّ، وَأُبَيَّ بْنَ كَعْبٍ شَرَابًا مِنْ فَضِيخٍ وَتَمْرٍ، فَأَتَاهُمْ آتٍ فَقَالَ: إِنَّ الْخَمْرَ قَدْ حُرِّمَتْ، فَقَالَ أَبُو طَلْحَةَ: يَا أَنَسُ، قُمْ إِلَى هَذِهِ الْجِرَارِ، فَاكْسِرْهَا، فَقُمْتُ إِلَى مِهْرَاسٍ لَنَا، فَضَرَبْتُهَا بِأَسْفَلِهِ حَتَّى تَكَسَّرَتْ ".
قَالَ مُحَمَّدٌ: النَّقِيعُ عِنْدَنَا مَكْرُوهٌ، وَلا يَنْبَغِي أَنْ يُشْرَبَ مِنَ الْبُسْرِ وَالزَّبِيبِ وَالتَّمْرِ جَمِيعًا.
وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ إِذَا كَانَ شَدِيدًا يُسْكِرُ
قَالَ مُحَمَّدٌ: النَّقِيعُ عِنْدَنَا مَكْرُوهٌ، وَلا يَنْبَغِي أَنْ يُشْرَبَ مِنَ الْبُسْرِ وَالزَّبِيبِ وَالتَّمْرِ جَمِيعًا.
وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ إِذَا كَانَ شَدِيدًا يُسْكِرُ
