আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১২- শরীআতে যিনা ব্যভিচারের দন্ড বিধি
হাদীস নং: ৭০৬
ক্রীতদাস যেনা করলে বা শরাব পান করলে তার শাস্তি।
৭০৬। আব্দুল্লাহ ইবনে আইয়াশ ইবনে আবু রাবীআ আল-মাখযূমী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) আমাকে এবং কয়েকটি যুবককে হদ্দ কার্যকর করার নির্দেশ দিলেন। অতএব গনীমাতের খাতে প্রাপ্ত যেসব বাঁদী যেনায় লিপ্ত হয়, আমরা তাদের প্রত্যেককে পঞ্চাশটি করে চাবুক মারি।
بَابُ: حَدِّ الْمَمَالِيكِ فِي الزِّنَا وَالسُّكْرِ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، أَنَّ سُلَيْمَانَ بْنَ يَسَارٍ، أَخْبَرَهُ عَنْ عَبْدِ اللَّهِ بْنَ عَيَّاشِ بْنِ أَبِي رَبِيعَةَ الْمَخْزُومِيِّ، قَالَ: «أَمَرَنِي عُمَرُ بْنُ الْخَطَّابِ فِي فِتْيَةٍ مِنْ قُرَيْشٍ، فَجَلَدْنَا وَلائِدَ مِنْ وَلائِدِ الإِمَارَةِ خَمْسِينَ خَمْسِينَ فِي الزِّنَاءِ»
