আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১২- শরীআতে যিনা ব্যভিচারের দন্ড বিধি

হাদীস নং: ৭০৪
বল প্রয়োগে যেনা করতে বাধ্য করা হলে।
৭০৪ । নাফে (রাহঃ) থেকে বর্ণিত। একটি ক্রীতদাস খুমুসের (এক-পঞ্চমাংশ) খাত থেকে প্রাপ্ত বাঁদী অথবা গোলামদের দেখাশুনার দায়িত্বে নিয়োজিত ছিল। সে জোরপূর্বক একটি বাঁদীর সাথে যেনা (ধর্ষণ) করে। হযরত উমার (রাযিঃ) তাকে বেত্রদণ্ড দিলেন এবং নির্বাসনে পাঠালেন, কিন্তু বাঁদীটিকে বেত্রাঘাত করেননি। কেননা সে তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে।
بَابُ: الاسْتِكْرَاهِ فِي الزِّنَا
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، أَنَّ عَبْدًا كَانَ يَقُومُ عَلَى رَقِيقِ الْخُمْسِ، وَأَنَّهُ اسْتَكْرَهَ جَارِيةً مِنْ ذَلِكَ الرَّقِيقِ، فَوَقَعَ بِهَا، فَجَلَدَهُ عُمَرُ بْنُ الْخَطَّابِ، وَنَفَاهُ، وَلَمْ يَجْلِدِ الْوَلِيدَةَ مِنْ أَجْلِ أَنَّهُ اسْتَكْرَهَهَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৭০৪ | মুসলিম বাংলা