আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬০- পানীয় দ্রব্যাদীর অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৬০৪
২৯৬১. দুধ পান করা।
৫২০৩। হুমায়দী (রাহঃ) ......... উম্মুল ফযল (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ ‘আরাফার দিন রাসূলুল্লাহ (ﷺ) -এর রোযা আদায় করার ব্যাপারে লোকেরা সন্দেহ পোষণ কবেন। তখন আমি তার নিকট দুধ ভর্তি একটি পেয়ালা পাঠালাম। তিনি তা পান করলেন। বর্ণনাকারী সুফিয়ান অনেক সময় এভাবে বলতেন, ‘আরাফার দিন রাসূলুল্লাহ (ﷺ) -এর রোযা আদায়ের ব্যাপারে লোকেরা সন্দেহ পোষণ করছিল। তখন উম্মুল ফযল (রাযিঃ) তাঁর কাছে দুধ পাঠিয়ে দিলেন। হাদীসটি মাউসূল না মুরসাল, এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন, এটি উম্মুল ফযল (রাযিঃ) থেকে বর্ণিত।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন