আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬০- পানীয় দ্রব্যাদীর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৫৯২
২৯৫৭. বিভিন্ন ধরনের বর্তন ও পাত্র ব্যবহার নিষেধ করার পর নবী করীম (ﷺ) -এর পক্ষ থেকে পুনঃঅনুমতি প্রদান।
৫১৯১। ইউসুফ ইবনে মুসা (রাহঃ) ......... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কতগুলো পাত্রের ব্যবহার নিষিদ্ধ করেন। তখন আনসারগণ বললেনঃ সেগুলো ব্যতীত আমাদের কোন উপায় নেই। তিনি বললেনঃ তাহলে ব্যবহার করতে পার। খলীফা বলেন, ইয়াহয়া ইবনে সা‘ঈদ আমাদের কাছে সুফিয়ান, মনসুর, সালিম ইবনে আবুল জাদ, জাবির (রাযিঃ) থেকে এরূপ বর্ণনা করেন।
