আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৬- হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৫২৮
কোন ব্যক্তি ফুফু-ভাইঝিকে একত্রে বিবাহ করবে না।
৫২৮ ৷ সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রাহঃ) কোন মেয়ের ফুফু অথবা খালা কারো বিবাহ বন্ধনে আব্দ্ধ থাকলে, তাকে ঐ মেয়ে বিবাহ করতে নিষেধ করতেন। তিনি এমন বাঁদীর সাথে সহবাস করতেও নিষেধ করতেন, যে অন্যের দ্বারা গর্ভবতী হয়েছে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং সকল ফিকহবিদেরও এই মত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং সকল ফিকহবিদেরও এই মত।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، أَنَّهُ سَمِعَ سَعِيدَ بْنَ الْمُسَيِّبِ، يَنْهَى أَنْ تُنْكَحَ الْمَرْأَةُ عَلَى خَالَتِهَا، أَوْ عَلَى عَمَّتِهَا وَأَنْ يَطَأَ الرَّجُلُ وَلِيدَةً فِي بَطْنِهَا جَنِينٌ لِغَيْرِهِ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا رَحِمَهُمُ اللَّهُ تَعَالَى
