আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৮- নামাযের ওয়াক্তের বিবরণ

হাদীস নং: ৫১৯
আন্তর্জাতিক নং: ৫৪৬
৩৬৩। আসরের ওয়াক্ত
৫১৯। আবু নু’আইম (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) আসরের নামায আদায় করতেন, আর সূর্যকিরণ তখনো আমার ঘরে থাকত। নামায আদায় করার পরও পশ্চিমের ছায়া ঘরে দৃষ্টিগোচর হত না।
আবু আব্দুল্লাহ [ইমাম বুখারী (রাহঃ)] বলেন, ইমাম মালিক, ইয়াহয়া ইবনে সাঈদ, শুআইব ও ইবনে আবু হাফস্ (রাহঃ) উক্ত সনদে এ হাদীসটির বর্ণনায় ’সূর্যরশ্মি আমার ঘরের ভিতরে থাকত, ঘরের মেঝেতে ছায়া নেমে আসেনি’ এরূপ বলেছেন।
باب وَقْتِ الْعَصْرِ
546 - حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يُصَلِّي صَلاَةَ العَصْرِ وَالشَّمْسُ طَالِعَةٌ فِي حُجْرَتِي لَمْ يَظْهَرِ الفَيْءُ بَعْدُ» ، وَقَالَ مَالِكٌ، وَيَحْيَى بْنُ سَعِيدٍ، وَشُعَيْبٌ، وَابْنُ أَبِي حَفْصَةَ: «وَالشَّمْسُ قَبْلَ أَنْ تَظْهَرَ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ বুখারী - হাদীস নং ৫১৯ | মুসলিম বাংলা