আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৬- হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৫১৫
ইহরাম বাঁধার ব্যাপারে জলদি করা।
৫১৫। কাসেম ইবনে মুহাম্মাদ (রাহঃ) থেকে বর্ণিত। উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) বলেন, হে মক্কাবাসীগণ! লোকদের কি হয়েছে যে, তারা উষ্কখুষ্ক চুল নিয়ে আসছে, অথচ তোমরা মাথায় তৈল মাখছো? তোমরা চাঁদ দেখে ইহরাম বাঁধো।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, বিলম্ব করে ইহরাম বাঁধার চেয়ে জলদি বাঁধা ভালো। যতোদূর সম্ভব বিলম্ব না করে ইহরাম বাঁধো। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের সকল ফিকহবিদের এটাই সাধারণ মত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, বিলম্ব করে ইহরাম বাঁধার চেয়ে জলদি বাঁধা ভালো। যতোদূর সম্ভব বিলম্ব না করে ইহরাম বাঁধো। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের সকল ফিকহবিদের এটাই সাধারণ মত।
بَابُ: تَعْجِيلِ الإِهْلالِ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، قَالَ: يَا أَهْلَ مَكَّةَ، مَا شَأْنُ النَّاسِ يَأْتُونَ شُعْثًا، وَأَنْتُمْ مُدَّهِنُونَ، «أَهِلُّوا إِذَا رَأَيْتُمُ الْهِلالَ» ، قَالَ مُحَمَّدٌ: تَعْجِيلُ الإِهْلالِ أَفْضَلُ مِنْ تَأْخِيرِهِ إِذَا مَلَكْتَ نَفْسَكَ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا
