আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৬- হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ৫১৩
মাথা কামানোর পূর্বে রওয়ানা হওয়া।
৫১৩। আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) তার কোন এক নিকটাত্মীয়ের সাথে সাক্ষাত করলেন। তার নাম ছিলো মুজাব্বার। সে ভুলবশত মাথা কামানো অথবা চুল খাটো করার পূর্বেই তাওয়াফে ইফাদা করেছিলো। আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) তাকে ফিরে গিয়ে মাথা কামাতে বা চুল খাটো করতে এবং অতঃপর ফিরে এসে বাইতুল্লাহ তাওয়াফ করতে নির্দেশ দিলেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই নীতি গ্রহণ করেছি।
بَابُ: مَنْ نَفَرَ وَلَمْ يَحْلِقْ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ " لَقِيَ رَجُلا مِنْ أَهْلِهِ يُقَالُ لَهُ: الْمُجَبِّرُ، وَقَدْ أَفَاضَ وَلَمْ يَحْلِقْ رَأْسَهُ وَلَمْ يُقَصِّرْ، جَهِلَ ذَلِكَ، فَأَمَرَهُ عَبْدُ اللَّهِ أَنْ يَرْجِعَ فَيَحْلِقَ رَأْسَهُ، أَوْ يُقَصِّرَ ثُمَّ يَرْجِعَ إِلَى الْبَيْتِ، فَيُفِيضَ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৫১৩ | মুসলিম বাংলা