আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬০- পানীয় দ্রব্যাদীর অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৫৮৯
২৯৫৪. মদ এমন পানীয় দ্রব্য যা বিবেক বিলোপ করে দেয়
৫১৮৮। হাফস ইবনে ‘উমর (রাহঃ) ......... ‘উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, মদ তৈরী করা হয় পাঁচটি জিনিস থেকে। সেগুলো হল কিসমিস, খেজুর, গম, যব ও মধু।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন