আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৬- হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ৫০০
মিনার রাতগুলোতে আকাবার পিছনে রাত যাপন করা মাকরূহ।
৫০০। নাফে (রাহঃ) বলেন, লোকেরা পরস্পর বলাবলি করলো, হযরত উমার (রাযিঃ) জামরায় আকাবার পিছন থেকে লোকদেরকে মিনায় প্রত্যাবর্তন করানোর জন্য চৌকিদার নিয়োগ করতেন।
بَابُ: الْبَيْتُوتَةِ وَرَاءَ عَقَبَةِ مِنًى وَمَا يُكْرَهُ مِنْ ذَلِكَ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، قَالَ: زَعَمُوا أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ كَانَ «يَبْعَثُ رِجَالا يُدْخِلُونَ النَّاسَ مِنْ وَرَاءِ الْعَقَبَةِ إِلَى مِنًى»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৫০০ | মুসলিম বাংলা