আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৬- হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৪৯৮
জামরায় পাথর নিক্ষেপের সময় যা বলতে হবে এবং উভয় জামরায় দাঁড়ানোর বর্ণনা।
৪৯৮। নাফে (রাহঃ) বলেন, ইবনে উমার (রাযিঃ) প্রথম দুই জামরার কাছে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তাকবীর বলতেন, তাছবীহ-তাহলীল পড়তেন এবং দোয়া করতেন, কিন্তু জামরায় আকাবার কাছে অবস্থান করতেন না।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলন, আমরা এই নীতি গ্রহণ করেছি। ইমাম আবু হানীফারও এই মত ।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলন, আমরা এই নীতি গ্রহণ করেছি। ইমাম আবু হানীফারও এই মত ।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، «أَنَّهُ كَانَ عِنْدَ الْجَمْرَتَيْنِ الأُولَيَيْنِ يَقِفُ وُقُوفًا طَوِيلا، يُكَبِّرُ اللَّهَ وَيُسَبِّحُهُ وَيَدْعُو اللَّهَ، وَلا يَقِفُ عِنْدَ الْعَقَبَةِ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ
