আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৬- হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ৪৯৪
কোন্ স্থানে দাঁড়িয়ে জামরায় পাথর নিক্ষেপ করবে।
৪৯৪। ইমাম মালেক (রাহঃ) বলেন, আমি আব্দুর রহমন ইবনুল কাসিমকে জিজ্ঞেস করলাম, কাসিম ইবনে মুহাম্মাদ (রাহঃ) কোন্ স্থানে দাঁড়িয়ে জামরায় পাথর নিক্ষেপ করতেন? তিনি বলেন, সুবিধাজনক স্থানে দাঁড়িয়ে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, প্রান্তরের মধ্যভাগে দাঁড়িয়ে পাথর নিক্ষেপ করা সবচেয়ে উত্তম। অবশ্য যে কোন স্থানে দাঁড়িয়ে পাথর নিক্ষেপ করা জায়েয। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের সাধারণ ফিকহবিদদেরও এই মত।
بَابُ: مِنْ أَيِّ مَوْضِعٍ يُرْمَى الْجِمَارُ
أَخْبَرَنَا مَالِكٌ، قَالَ: سَأَلْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الْقَاسِمِ: مِنْ أَيْنَ كَانَ الْقَاسِمُ بْنُ مُحَمَّدٍ يَرْمِي جَمْرَةَ الْعَقَبَةِ؟ قَالَ: مِنْ حَيْثُ تَيَسَّرَ، قَالَ مُحَمَّدٌ: أَفْضَلُ ذَلِكَ أَنْ يَرْمِيَ مِنْ بَطْنِ الْوَادِي، وَمِنْ حَيْثُ مَا رَمَى فَهُوَ جَائِزٌ وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ وَالْعَامَّةِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৪৯৪ | মুসলিম বাংলা