আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৬- হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ৪৮৭
মুহাসসার উপত্যকা অতিক্রম করার বর্ণনা।
৪৮৭। নাফে (রাহঃ) বলেন, ইবনে উমার (রাযিঃ) মুহাসসার উপত্যকায় নিজের সওয়ারীর গতি পাথর নিক্ষেপের গতির সমান তীব্রতর করে দিতেন।**
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, এসব ক্ষেত্রে অবকাশ ও প্রশস্ততা রয়েছে। ইচ্ছা করলে দ্রুত গতিতেও চলা যায়, আবার ইচ্ছা করলে স্বাভাবিক গতিতেও চলা যায়। আমরা জানতে পেরেছি যে, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ

في السيرين جميعا عليكم بالسكينـة حيـن أفاض من عـرفـة وحين أفاض المزدلفة

“আরাফাত ও মুযদালিফা উভয় স্থান থেকে প্রত্যাবর্তনের সময় অবশ্যই তোমরা ধীরস্থির ও শান্তভাবে পথ চলবে।”
بَابُ: بَطْنٍ مُحَسِّرٍ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، أَنَّ ابْنَ عُمَرَ كَانَ «يُحَرِّكُ رَاحِلَتَهُ فِي بَطْنٍ مُحَسِّرٍ كَقَدْرِ رَمْيَةٍ بِحَجَرٍ» ، قَالَ مُحَمَّدٌ: هَذَا كُلُّهُ وَاسِعٌ إِنْ شِئْتَ حَرَّكْتَ، وَإِنْ شِئْتَ سِرْتَ عَلَى هَيْنَتِكَ بَلَغَنَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي السَّيْرَيْنِ جَمِيعًا: عَلَيْكُمْ بِالسَّكِينَةِ، حِينَ أَفَاضَ مِنْ عَرَفَةَ، وَحِينَ أَفَاضَ مِنَ الْمُزْدَلِفَةِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৪৮৭ | মুসলিম বাংলা