আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৬- হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৪৭২
মক্কায় প্রবেশ করা এবং প্রবেশের পূর্বে গোসল করা।
৪৭২। নাফে (রাহঃ) বলেন, আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) যখন মক্কার কাছাকাছি পৌঁছে যেতেন, তখন যি-তুয়ার দুই উপত্যকার মাঝখানে ভোর পর্যন্ত অপেক্ষা করতেন, অতঃপর ফজরের নামায পড়তেন। অতঃপর মক্কার উচ্চ ভূমির দিককার উপত্যকা দিয়ে মক্কায় প্রবেশ করতেন। তিনি হজ্জ অথবা উমরার উদ্দেশে আসলে যি-তুয়ায় গোসল না করা পর্যন্ত মক্কায় প্রবেশ করতেন না। তিনি সাথের লোকদেরও মক্কায় প্রবেশের পূর্বে গোসল করার নির্দেশ দিতেন।
بَابُ: دُخُولِ مَكَّةَ وَمَا يُسْتَحَبُّ مِنَ الْغُسْلِ قَبْلَ الدُّخُولِ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، «أَنَّهُ كَانَ إِذَا دَنَا مِنْ مَكَّةَ بَاتَ بِذِي طُوًى بَيْنَ الثَّنِيَّتَيْنِ حَتَّى يُصْبِحَ ثُمَّ يُصَلِّيَ الصُّبْحَ، ثُمَّ يَدْخُلَ مِنَ الثَّنِيَّةِ الَّتِي بِأَعْلَى مَكَّةَ، وَلا يَدْخُلَ مَكَّةَ إِذَا خَرَجَ حَاجًّا، أَوْ مُعْتَمِرًا حَتَّى يَغْتَسِلَ قَبْلَ أَنْ يَدْخُلَ إِذَا دَنَا مِنْ مَكَّةَ بِذِي طُوًى، وَيَأْمُرُ مَنْ مَعَهُ فَيَغْتَسِلُوا قَبْلَ أَنْ يَدْخُلُوا»
