আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৬- হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ৪৬৭
তাওয়াফে যিয়ারত করার পূর্বে কোন মহিলার মাসিক ঋতু আরম্ভ হলে তার বিধান।
৪৬৭। আব্দুর রহমান-কন্যা আমরাহ (রাহঃ) বলেন, আয়েশা (রাযিঃ) যখন মহিলাদের নিয়ে হজ্জ করতেন, তখন তাদের কারও মাসিক ঋতু শুরু হওয়ার আশঙ্কা হলে তিনি তাদেরকে কোরবানীর দিন তাওয়াফে ইফাদা (তাওয়াফে যিয়ারত) করার জন্য পাঠিয়ে দিতেন এবং তারা তাওয়াফ সেরে নিতো। অতঃপর তাদের মাসিক ঋতু শুরু হয়ে গেলে তিনি তাদের পাক হওয়া পর্যন্ত (বিদায়ী তাওয়াফের জন্য) অপেক্ষা করতেন না, বরং তাদের নিয়ে বাড়ির উদ্দেশে রওয়ানা হতেন।
بَابُ: الْمَرْأَةُ تَحِيضُ فَي حَجِّهَا قَبْلَ أَنْ تَطُوفَ طَوَافَ الزِّيَارَةِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنِي أَبُو الرِّجَالِ، أَنَّ عَمْرَةَ أَخْبَرَتْهُ، أَنَّ عَائِشَةَ كَانَتْ «إِذَا حَجَّتْ وَمَعَهَا نِسَاءٌ تَخَافُ أَنْ تَحِضْنَ قَدَّمَتْهُنَّ يَوْمَ النَّحْرِ فَأَفَضْنَ، فَإِنْ حِضْنَ بَعْدَ ذَلِكَ لَمْ تَنْتَظِرْ، تَنْفِرُ بِهِنَّ وَهُنَّ حُيَّضٌ إِذَا كُنَّ قَدْ أَفَضْنَ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৪৬৭ | মুসলিম বাংলা