আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৬- হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৪৩৪
মুহরিম ব্যক্তির কোমরে পেটি বা থলে বাঁধা।
৪৩৪। নাফে (রাহঃ) বলেন, ইবনে উমার (রাযিঃ) মুহরিম ব্যক্তির কোমরে পেটি বাঁধা মাকরূহ মনে করতেন। ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, কোমরে থলে বা পেটি বাঁধায় কোন দোষ নেই । একাধিক ফিকহবিদ তার অনুমতি ব্যক্ত করেছেন এবং বলেছেন, তোমার খরচপাতির অর্থ সাবধানে এবং শক্তভাবে সংরক্ষণ করো।
بَابُ: لُبْسِ الْمِنْطَقَةِ وَالْهِمْيَانِ لِلْمُحْرِمِ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، أَنَّ ابْنَ عُمَرَ كَانَ «يَكْرَهُ لُبْسَ الْمِنْطَقَةِ لِلْمُحْرِمِ» ، قَالَ مُحَمَّدٌ: هَذَا أَيْضًا لا بَأْسَ بِهِ، قَدْ رَخَّصَ غَيْرُ وَاحِدٍ مِنَ الْفُقَهَاءِ فِي لُبْسِ الْهِمْيَانِ لِلْمُحْرِمِ، وَقَالَ: اسْتَوْثِقْ مِنْ نَفَقَتِكَ
