আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৬- হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ৪৩২
ইহরাম অবস্থায় পশুর দেহ থেকে উকুন এবং রক্তপায়ী কীট বেছে ফেলে দেয়া।
৪৩২। নাফে (রাহঃ) বলেন, ইবনে উমার (রাযিঃ) ইহরাম অবস্থায় তার উটের শরীর থেকে উকুন এবং রক্তপায়ী কীট বেছে ফেলে দেয়া মাকরূহ মনে করতেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, পশুর দেহ থেকে উকুন এবং রক্তপায়ী কীট বেছে পরিষ্কার করায় কোন দোষ নেই। এক্ষেত্রে আমাদের কাছে ইবনে উমার (রাযিঃ)-র মতের চেয়ে উমার (রাযিঃ)-র মত অধিক পছন্দনীয়।
بَابُ: الْحَلَمَةِ وَالْقُرَادِ يَنْزَعُهُ الْمُحْرِمُ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ «يَكْرَهُ أَنْ يَنْزَعَ الْمُحْرِمُ حَلَمَةً، أَوْ قُرَادًا عَنْ بَعِيرِهِ» ، قَالَ مُحَمَّدٌ: لا بَأْسَ بِذَلِكَ، قَوْلُ عُمَرَ بْنِ الْخَطَّابِ فِي هَذَا أَعْجَبُ إِلَيْنَا مِنْ قَوْلِ ابْنِ عُمَر
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৪৩২ | মুসলিম বাংলা