আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৬- হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৪০৪
- হজ্ব - উমরার অধ্যায়
কোরবানীর পশু পথিমধ্যে চলতে অক্ষম হয়ে পড়লে ।
৪০৪। সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রাহঃ) বলতেন, যে ব্যক্তি নফল কোরবানীর উট নিয়ে রওয়ানা হয় এবং পথিমধ্যে যদি তা হালাক হয়ে যাওয়ার উপক্রম হয়, তবে সে পশুটি যবেহ করবে এবং তার গলার মালা ও জুতা তার রক্তের মধ্যে ফেলে দিবে। অতঃপর তা লোকদের খাওয়ার জন্য রেখে দিবে এবং তাকে এর কোন ক্ষতিপূরণ করতে হবে না। অবশ্য সে যদি তার গোশত খায় অথবা অন্যদের খেতে নির্দেশ দেয়, তবে তাকে এর ক্ষতিপূরণ করতে হবে।
كتاب الحج
باب من ساق هديا فعطب في الطريق أو نذر بدنة
أَخْبَرَنَا مَالِكٌ، حدَّثنا ابْنُ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، أَنَّهُ كَانَ يَقُولُ: مَنْ سَاقَ بَدَنَةً تَطَوُّعًا، ثُمَّ عَطِبَتْ فَنَحَرَهَا فَلْيَجْعَلْ قِلادَتَهَا وَنَعْلَهَا فِي دَمِهَا، ثُمَّ يَتْرُكْهَا لِلنَّاسِ يَأْكُلُونَهَا، وَلَيْسَ عَلَيْهِ شَيْءٌ، فَإِنْ هُوَ أَكَلَ مِنْهَا، أَوْ أَمَرَ بِأَكْلِهَا فَعَلَيْهِ الْغُرْمُ