আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৬- হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ৩৯৯
কোরবানীর উটের গলায় মালা পরানো এবং কুঁজ ফেঁড়ে দেয়া।
৩৯৯। নাফে (রাহঃ) থেকে বর্ণিত। ইবনে উমার (রাযিঃ) যখন মদীনা থেকে কোরবানীর পশু সাথে নিয়ে যেতেন, তখন যুল-হুলায়ফা নামক স্থানে পৌঁছে এর গলায় মালা পরাতেন এবং কুঁজ ফেঁড়ে দিতেন। কিন্তু তিনি কুঁজ ফাঁড়ার পূর্বে গলায় মালা পরাতেন, তবে উভয় কাজ এক জায়গায়ই করতেন। প্রথমে তিনি কোরবানীর পশুর মুখ কিবলার দিকে করে এর গলায় একজোড়া জুতা বেঁধে দিতেন, অতঃপর বাঁদিক থেকে এর কুঁজ ফেঁড়ে দিতেন। অতঃপর তিনি কোরবানীর পশু সাথে নিয়ে আরাফাতের ময়দান পর্যন্ত পৌঁছে যেতেন এবং আরাফাতের দিন লোকদের সাথে একত্রে অবস্থান করতেন। অতঃপর তিনি লোকদের সাথে মুযদালিফায় প্রত্যাবর্তন করতেন এবং কোরবানীর পশু সাথেই থাকতো। কোরবানীর দিন সকালবেলা তিনি মিনায় পৌঁছে মাথা কামানোর পূর্বে কোরবানী করতেন। তিনি নিজের পশু নিজ হাতেই কোরবানী করতেন। কাতারবন্দী করে পশুগুলোকে তিনি কিবলামুখী করে দাঁড় করাতেন। কোরবানীর গোশত তিনি নিজেও খেতেন এবং অন্যদেরও খাওয়াতেন।
بَابُ: تَقْلِيدِ الْبُدْنِ وَإِشْعَارِهَا
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُ كَانَ «إِذَا أَهْدَى هَدْيًا مِنَ الْمَدِينَةِ قَلَّدَهُ وَأَشْعَرَهُ بِذِي الْحُلَيْفَةِ، يُقَلِّدُهُ قَبْلَ أَنْ يُشْعِرُهُ، وَذَلِكَ فِي مَكَانٍ وَاحِدٍ وَهُوَ مُوَجِّهُهُ إِلَى الْقِبْلَةِ، يُقَلِّدُهُ بِنَعْلَيْنِ، وَيُشْعِرُهُ مِنْ شِقِّهِ الأَيْسَرِ، ثُمَّ يُسَاقُ مَعَهُ حَتَّى يُوقَفَ بِهِ مَعَ النَّاسِ بِعَرَفَةَ، ثُمَّ يُدْفَعُ بِهِ مَعَهُمْ إِذَا دَفَعُوا، فَإِذَا قَدِمَ مِنًى مِنْ غَدَاةِ يَوْمِ النَّحْرِ نَحَرَهُ قَبْلَ أَنْ يَحْلِقَ، أَوْ يُقَصِّرَ، وَكَانَ يَنْحَرُ هَدْيَهُ بِيَدِهِ يَصُفُّهُنَّ قِيَامًا، وَيُوَجِّهُّنَّ إِلَى الْقِبْلَةِ ثُمَّ يَأْكُلُ وَيُطْعِمُ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৩৯৯ | মুসলিম বাংলা