আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৬- হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ৩৮৬
তালবিয়া পাঠের বর্ণনা।
৩৮৬। আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) থেকে বর্ণিত। নবী ﷺ নিম্নরূপ তালবিয়া পাঠ করতেনঃ “হে আল্লাহ! আমি তোমার কাছে দণ্ডায়মান আছি, তোমার কাছে উপস্থিত আছি, তোমার দরবারে হাযির হয়েছি। তোমার কোন শরীক নাই, আমি তোমার কাছে হাযির হয়েছি। যাবতীয় প্রশংসা ও নিআমত তোমারই এবং সমগ্র রাজত্ব তোমার। তোমার কোন শরীক নাই”। নাফে (রাহঃ) বলেন, আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) নিজের তরফ থেকে এর সাথে আরো যোগ করতেনঃ "তোমার দরবারে উপস্থিত হয়েছি, তোমার কাছে হাযির হয়েছি, তোমার খেদমতের সৌভাগ্য লাভ করেছি। সমস্ত কাল্যাণ তোমার হাতে, আমি তোমার সমীপে উপস্থিত আছি, সমস্ত আকর্ষণ তোমার প্রতি এবং সকল কাজ তোমারই নির্দেশে"।**
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীস অনুযায়ী আমল করি। প্রথম তালবিয়া যা রাসূলুল্লাহ ﷺ -এর কাছ থেকে উধৃত করা হয়েছে, তাই আমরা গ্রহণ করেছি। এর সাথে আরো যা যুক্ত করা হয়েছে তাও ভালো। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের সকল ফিকহবিদের এই মত।
بَابُ: التَّلْبِيَةِ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ تَلْبِيَةَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لا شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ، وَالنِّعْمَةَ، لَكَ وَالْمُلْكَ، لا شَرِيكَ لَكَ "، قَالَ: وَكَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ يَزِيدُ فِيهَا: لَبَّيْكَ لَبَّيْكَ، لَبَّيْكَ وَسَعْدَيْكَ، وَالْخَيْرُ بِيَدَيْكَ، وَالرُّغَبَاءُ إِلَيْكَ وَالْعَمَلُ "، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، التَّلْبِيَةُ هِيَ التَّلْبِيَةُ الأُولَى الَّتِي رُوِيَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَا زِدْتَ فَحَسَنٌ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)