আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬০- পানীয় দ্রব্যাদীর অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৫৭৬
মহান আল্লাহর বাণীঃ নিশ্চয় মদ, জুয়া, মূর্তিপুজার বেদী ও ভাগ্য নির্ধারক তীর ঘৃণিত জিনিস, শয়তানের কাজ। সুতরাং তোমরা তা পরিহার কর, যেন তোমরা সফলকাম হতে পার। (সূরা মায়িদাঃ ৯০)
৫১৭৬। আবুল ইয়ামান (রাহঃ) ......... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ ইসরা-মি‘রাজের রাতে ঈলিয়া নামক স্থানে রাসূলুল্লাহ (ﷺ) -এর সামনে শরাব ও দুধের দু’টি পেয়ালা পেশ করা হয়েছিল। তিনি উভয়টির দিকে নযর করলেন। এরপর দুধের পেয়ালাটি গ্রহণ করেন। তখন জিবরাঈল (আলাইহিস সালাম) বললেনঃ সকল প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি আপনাকে স্বভাবজাত জিনিসের দিকে পথ দেখিয়েছেন। অথচ যদি আপনি শরাব গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত গুমরাহ হয়ে যেত।
যুহরী (রাহঃ) থেকে মা‘মার, ইবনে হাদী, উসমান, ইবনে ‘উমর যুবায়দী অনুরূপ বর্ণনা করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন