আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৫- রোযার অধ্যায়

হাদীস নং: ৩৭৭
ইতেকাফের বর্ণনা।
৩৭৭। আয়েশা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ ইতেকাফরত অবস্থায় নিজের মাথা আমার দিকে ঝুঁকিয়ে দিতেন এবং আমি তাতে চিরুনী করে দিতাম। তিনি বিশেষ মানাবীয় প্রয়োজন ছাড়া ঘরে আসতেন না।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীসের উপর আমল করি। ইতেকাফ অবস্থায় পায়খানা- পেশাবের প্রয়োজন ছাড়া বাইরে বের হবে না। ইতেকাফের স্থানে বসেই পানাহার সেরে নিবে। ইমাম আবু হানীফারও এই মত ।
بَابُ: الاعْتِكَافِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا اعْتَكَفَ يُدْنِي إِلَيَّ رَأْسَهُ فَأُرَجِّلُهُ، وَكَانَ لا يَدْخُلُ الْبَيْتَ إِلا لِحَاجَةِ الإِنْسَانِ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، لا يَخْرُجُ الرَّجُلُ إِذَا اعْتَكَفَ إِلا لِلْغَائِطِ، أَوِ الْبَوْلِ، وَأَمَّا الطَّعَامُ، وَالشَّرَابُ فَيَكُونُ فِي مُعْتَكَفِهِ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৩৭৭ | মুসলিম বাংলা