আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৫- রোযার অধ্যায়

হাদীস নং: ৩৭৪
আশূরার রোযা।
৩৭৪। হুমাইদ ইবনে আব্দুর রহমান ইবনে আওফা (রাহঃ) থেকে বর্ণিত। মুআবিয়া ইবনে আবু সুফিয়ান (রাযিঃ) যে বছর হজ্জ করতে আসেন, তখন তিনি তাকে মিম্বরে দাঁড়িয়ে বলতে শুনেছেন, হে মদীনাবাসীগণ! তোমাদের আলেমগণ কোথায়? আমি এই দিন রাসূলুল্লাহ ﷺ -কে বলতে শুনেছিঃ “আজ আশূরার দিন (মুহাররমের দশ তারিখ)। আল্লাহ তোমাদের উপর এদিনের রোযা ফরয করেননি। আমি রোযা রেখেছি। অতএব তোমাদের যে চায় (এদিন) রোযা রাখতে পারে, আর ইচ্ছা করলে নাও রাখতে পারে”।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, রমযানের রোযা ফরয হওয়ার পূর্ব পর্যন্ত আশূরার রোযা ফরয ছিল। অতঃপর রমযানের রোযার মাধ্যমে তা রহিত হয়ে যায়। এখন তা নফল রোযা হিসাবে গণ্য। যার ইচ্ছা এদিন রোযা রাখতেও পারে এবং যার ইচ্ছা নাও রাখতে পারে।
بَابُ: صَوْمِ عَاشُورَاءَ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ عَامَ حَجٍّ وَهُوَ عَلَى الْمِنْبَرِ يَقُولُ: يَا أَهْلَ الْمَدِينَةِ، أَيْنَ عُلَمَاؤُكُمْ؟ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لِهَذَا الْيَوْمِ: «هَذَا يَوْمُ عَاشُورَاءَ لَمْ يَكْتُبِ اللَّهُ عَلَيْكُمْ صِيَامَهُ، أَنَا صَائِمٌ، وَمَنْ شَاءَ فَلْيَصُمْ، وَمَنْ شَاءَ فَلْيُفْطِرْ» ، قَالَ مُحَمَّدٌ: صِيَامُ يَوْمِ عَاشُورَاءَ كَانَ وَاجِبًا قَبْلَ أَنْ يُفْتَرَضَ رَمَضَانُ ثُمَّ نَسَخَهُ شَهْرُ رَمَضَانَ، فَهُوَ تَطَوُّعٌ مَنْ شَاءَ صَامَهُ وَمَنْ شَاءَ لَمْ يَصُمْهُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ، وَالْعَامَّةِ قَبْلَنَا
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৩৭৪ | মুসলিম বাংলা