আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৫- রোযার অধ্যায়

হাদীস নং: ৩৭২
রাত থাকতেই রোযার নিয়াত করা।
৩৭২ । নাফে (রাহঃ) থেকে বর্ণিত। ইবনে উমার (রাযিঃ) বলেন, কোন ব্যক্তি সুবহে সাদেকের পূর্বে রোযার নিয়াত না করলে তার রোযা হবে না।**
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, যে ব্যক্তি দুপুরের পূর্ব পর্যন্ত সময়ের মধ্যে রোযার নিয়াত করবে, তার রোযাও ঠিক হবে। একাধিক বিশেষজ্ঞ আলেম এই মত ব্যক্ত করেছেন। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের পূর্বেকার আলেমদেরও এই মত।
بَابُ: النِّيَّةِ فِي الصَّوْمِ مِنَ اللَّيْلِ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، أَنَّ ابْنَ عُمَرَ، قَالَ: «لا يَصُومُ إِلا مَنْ أَجْمَعَ الصِّيَامَ قَبْلَ الْفَجْرِ» ، قَالَ مُحَمَّدٌ: وَمَنْ أَجْمَعَ أَيْضًا عَلَى الصِّيَامِ قَبْلَ نِصْفِ النَّهَارِ فَهُوَ صَائِمٌ، وَقَدْ رَوَى ذَلِكَ غَيْرُ وَاحِدٍ وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ قَبْلَنَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৩৭২ | মুসলিম বাংলা