আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
২- নামাযের অধ্যায়
হাদীস নং: ২৬৯
কুরআনের সিজদাসমূহ।
২৬৯। আবু সালামা (রাহঃ) থেকে বর্ণিত। আবু হুরায়রা (রাযিঃ) তাদের (নামায পড়াতে) সূরা ইনশিকাক পাঠ করলেন এবং সিজদা করলেন। নামাযশেষে তিনি মুসল্লীদের দিকে ফিরে বলেন, রাসূলুল্লাহ ﷺ এই সূরায় সিজদা করেছেন। ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি এবং ইমাম আবু হানীফারও এই মত। ইমাম মালেকের মতে এই সূরায় সিজদা নেই।
بَابُ: سُجُودِ الْقُرْآنِ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ مَوْلَى الأَسْوَدِ بْنِ سُفْيَانَ، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ قَرَأَ بِهِمْ: «إِذَا السَّمَاءُ انْشَقَّتْ، فَسَجَدَ فِيهَا، فَلَمَّا انْصَرَفَ حَدَّثَهُمْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَجَدَ فِيهَا» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ، وَكَانَ مَالِكُ بْنُ أَنَسٍ لا يَرَى فِيهَا سَجْدَةً
